প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৩:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ৬:০৮ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে ২৬ ফেব্রুয়ারি আস্থা প্রকল্পের গণতন্ত্র উৎসব
আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ:
নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আগামীকাল ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল সুয়া ৯ টায় নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরাম এর আয়োজনে এবং ডেমক্রেসি ওয়াচ এর সহযোগিতায় গণতন্ত্র উৎসব অনুষ্ঠিত হবে। গণতন্ত্র উৎসব বাস্তবায়ন উপলক্ষে মঙ্গলবার বেলেপুকুরে ডেমক্রেসি ওয়াচ এর অফিসে সকাল সাড়ে ১০ টায় গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস কনফারেন্স করেন নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সদস্যরা। প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক প্লাটফর্ম এর সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শাহ আলম। গণতন্ত্র উৎসব এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ডেমক্রেসিওয়াচ এর , রাজশাহী ক্লাসটার কো-অর্ডিনেটর মহিউদ্দিন মইন। দিনব্যাপী গণতন্ত্র উৎসব অনুষ্ঠানে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে থেকে সকাল ৯.১৫ মিনিটে জেলা প্রশাসক আব্দুস সামাদ এর নেতৃত্বে শোভা যাত্রা বাহির হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ করে গণতন্ত্র উৎসব উদ্বোধনী পর্ব ও আলোচনা সভা ও স্টল পরিদর্শন করবেন অতিথিরা। সকাল সাড়ে ১১ টার পরে থাকবে যুবদের শপথ,যুবদের অংশগ্রহণ কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা।
দুপুর ২ হতে বিকেল ৩ টা পর্যন্ত গণতন্ত্র প্রাতিষ্ঠিকরণে যুবদের ভূমিকা শির্ষক সেমিনার, বিকেল ৩ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত নতুন ভোটারদের ভোট প্রদানে উৎসাহ প্রদান এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানানো অর্থ্যাৎ মক ভোটিং, শেষে থাকছে যুব ফোরাম সদস্যদের ও স্থানীয় ব্যান্ডের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজকেরা গণতন্ত্র উৎসব বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফা মন্টু,সাধারণ সম্পাদক মো: ফয়সাল, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃজমশেদ আলী,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ সভাপতি শাহনেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেন প্রমুখ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত